Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গায় গিয়ে শিলচর রোটারি ক্লাবের খাদ্যসামগ্রী বণ্টন
১ নভেম্বর: শিলচর রোটারি ক্লাবের পক্ষ থেকে রবিবার বড়জালেঙ্গা এলাকার দুস্থ নাগরিকদের মধ্যে বস্তাভর্তি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ এটি রোটারি ক্লাবের ইন্ডিয়ান ফুড ব্যাঙ্কিং নেটওয়ার্কেরই কর্মসূচি৷ ওই সূত্রেই শিলচর রোটারি ক্লাবের পার্মানেন্ট ফুড ব্যাঙ্কে দুস্থদের জন্য খাদ্যসামগ্রী আসে৷ রবিবার বড়জালেঙ্গা পাইওনিয়ার সঙ্ঘে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ, মৎস্য এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷
ছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি তাপস রায়, ডিস্ট্রিক্ট ফুড ব্যাঙ্ক চেয়ারম্যান ডা. কিরণময় দাস, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর এসবি দত্ত, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানি যাদব, বড়জালেঙ্গা পাইওনিয়ার সঙ্ঘের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, সম্পাদক রাহুল দেব, সুমিত গুপ্ত, মিশু দাস প্রমুখ৷
একেকজনকে দেওয়া হয় ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১০০ গ্রাম হলুদের গুঁড়ো৷