NE UpdatesHappeningsBreaking News
বজ্রপাতেই ১৮ হাতির মৃত্যু, প্রাথমিক তদন্তের কথা জানালেন পরিমল শুক্লবৈদ্য
ওয়েটুবরাক, ১৪ মে: পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নগাঁও জেলার কঠিয়াতলি ফরেস্ট রেঞ্জস্থিত বামুনি পাহাড়ে ১৮ টি হাতির মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনে গিয়েছেন৷ সঙ্গে রয়েছেন পিসিসিএফ, পরিবেশ ও বন বিভাগের অধ্যক্ষ সচিব সহ পশুচিকিৎসক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল।
শীর্ষ বন কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করার পরে মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হাতিগুলি মারা যাওয়ার আগে যন্ত্রণাকাতর হয়ে ছটফট করার কোনও লক্ষণ নেই৷ তাই বজ্রপাতে মারা গেছে বলেই অনুমান করা হচ্ছে৷ তবে তাদের মর্মান্তিক মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পোস্ট মর্টেম রিপোর্ট জমা পড়ার পরে৷
এই ঘটনায় মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেন৷ তিনিই পরিস্থিতি যাচাই করতে মন্ত্রী শুক্লবৈদ্যকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন।