Barak UpdatesHappeningsBreaking News
বঙ্গ সাহিত্যের দূরশিক্ষার নতুন পড়ুয়াদের স্বাগত অনুষ্ঠান শনিবার
ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর-শিক্ষাকেন্দ্রের বাংলা ভাষা ডিপ্লোমা পাঠক্রম (ডিসিবিএল) এবার ষষ্ঠ শিক্ষাবর্ষে পা দিতে চলেছে। বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন অঞ্চল থেকে এবার মোট ২৯৩ জন পড়ুয়া নাম ভর্তি করেছেন। তাঁদের আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাতে আগামী ২৪ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে এগারোটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শিলচরের বঙ্গভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মন্মথ নাথ৷ ‘বাংলায় পঠনপাঠনের সম্ভাবনা ও সমস্যা’ নিয়ে বক্তব্য রাখবেন করিমগঞ্জ কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. নির্মলকুমার সরকার। বঙ্গ সাহিত্যের পক্ষে গৌতমপ্রসাদ দত্ত ও ড. সব্যসাচী রায় এই ‘স্বাগত অনুষ্ঠান’-এ সকলের উপস্থিতি কামনা করেন৷