Barak UpdatesHappenings

ফের বেদখল হতে পারে, আশঙ্কায় উদয়ন সংঘ

ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : গত ১৮ অক্টোবর শিলচর পুরসভা উদয়ন সংঘের আর্জিতে  খেলার মাঠ সংলগ্ন একটি অস্থায়ী ঘর ভেঙে দেয়৷ ওই এলাকায় আরও বেদখল রয়েছে, সে সবও উচ্ছেদ করার জন্য পুরসভাকে অনুরোধ করেছেন ক্লাবকর্তারা৷ তাদের অভিযোগ, সেগুলি তো হয়ইনি৷ এরই মধ্যে পুরনো উচ্ছেদ হওয়া অংশ ফের বেদখলের চেষ্টা চলছে৷

সভাপতি শান্তনু দাস, সহসভাপতি বাসুদেব শর্মা, সম্পাদক কল্যাণ ধর, সদস্য অশোকতরু দত্ত জানান, উচ্ছেদের পরই একদিন তারা দেখেন খুঁটি পোতা হচ্ছে৷ তারা আপত্তি জানালে বন্ধ হয়৷ দুদিন আগে ফের সেখানে কাজে লাগে কয়েকজন৷ অশোকতরু দত্ত দেখতে পেয়ে বাধা দেন৷

তাঁরা এ জন্য মুখ্যত অভিযুক্ত করেন অরিন্দম দত্তকে৷ পাশাপাশি জানান, তিনি ৫৫ জন ভূমিহীনের একটি তালিকা সরকারের কাছে জমা দিয়েছেন৷ ওই তালিকার ৪৪ নম্বরে রয়েছে তাঁর নিজের নাম, ১৫ নম্বরে তাঁর স্ত্রী শর্মিষ্ঠা দত্তের নাম৷ শান্তনু দাস, বাসুদেব শর্মার প্রশ্ন, ভূমিহীনদের সরকার জমির পাট্টা দিতে পারে, কিন্তু অরিন্দম দত্ত-শর্মিষ্ঠা দত্ত কী করে ভূমিহীন হন?

কিন্তু যে মাঠ নিয়ে এত বিতর্ক, এর মালিক কে? শান্তনু দাস জানান, রাধারমণ এমই স্কুল লাগোয়া হলেও ভূমিদাতা পুলিনবিহারী-নলিনীবিহারী দেব  মাঠটি দিয়েছিলেন দেবীপ্রসাদ পাঠশালাকে৷ পরে ১৯৭২ সালে জেলা প্রশাসন উদয়ন সংঘকেই মাঠে খেলাধূলা করানো সহ সার্বিক  তদারকির দায়িত্ব প্রদান করেছে৷ সে থেকে অর্ধশতক ধরে সংঘই মাঠ দেখভাল করছে৷ এমনকী সরকারি তহবিলে মাঠ সংস্কারের জন্যও তাদেরই সঙ্গে রাখা হয়েছিল৷

অরিন্দম দত্তের বক্তব্য, পুরসভা যে অংশ ভেঙে দিয়েছে, এটি মোটেও বেদখলের উদ্দেশ্য নিয়ে করা হয়নি৷ নদীর বালু বেআইনি ভাবে ওইপথে তোলা হচ্ছিল৷ তা ঠেকানোর জন্য তাঁর বাবা পথের উপর অস্থায়ী ঘরটি তৈরি করেছিলেন, যাতে বালুর লরি চলাচল করতে না পারে৷ ওই অস্থায়ী নির্মাণে যেমন তাঁর অংশ ছিল, তেমনি ছিল অশোকতরুরও৷ সেটি ভেঙে ফেলার পর ওই জায়গা বেদখল বা বেআইনি ভাবে ব্যবহারের ইচ্ছা তাঁর নেই বলেই জানান তিনি৷ দুদিন আগের বিতর্ক প্রসঙ্গে তাঁর বক্তব্য, বৃষ্টি হলে রাস্তার ওই জায়গায় কাঁদা হয়ে যায়, তাই এলাকার যুবকরা তাঁর কাছে কিছু সিমেন্টের ব্লক দাবি করে৷ তিনি দাবি মেনে কিছু ব্লক তাদের দেন৷ সেগুলি এরা নিজেরাই রাস্তায় বসাচ্ছিল৷ তাঁর অভিযোগ, অশোকতরু সে সময় যুবকদের শারীরিক নিগ্রহ করেন৷

অন্য কোনও বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি৷ বলেন, আদালতে বিচারাধীন কোনও বিষয়ে তিনি মন্তব্য করবেন না৷

এ দিকে, কাউকে শারীরিক নিগ্রহের অভিযোগ  অশোকতরু দত্ত অস্বীকার করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker