NE UpdatesHappeningsBreaking News
ফের এনকাউন্টার ! পুলিশের গুলিতে হত ডাকাত সন্তোষ
গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি : রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল। রঞ্জিত বরা হত্যার মূল মাস্টারমাইন্ড শাহ আলমের সঙ্গে এনকাউন্টার হওয়ার ঠিক একদিন পরে অনুরূপ ঘটনা ঘটল। এবার এনকাউন্টার হল চরাইদেও জেলার সোনারিতে। বরবাম পুলিশের গুলিতে নিহত হলো দুর্ধর্ষ ডাকাত সন্তোষ জয়সওয়াল। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্ট হয়েছে।
উল্লেখ্য, সন্তোষ বেশ কয়েকটি অপরাধের সঙ্গে জড়িত ছিল। আজও পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। গুরুতর জখম অবস্থায় সন্তোষকে ডিব্রুগড় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিতসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডিব্রুগড়ের পুলিশ সুপার শেতাঙ্ক মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, ২০১১ সাল থেকে বাইক চুরির অভিযোগে অভিযুক্ত জয়সওয়াল বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ দিন স্ত্রী ও সন্তানকে নিয়ে সন্তোষ এক আত্মীয় বাড়িতে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করার চেষ্টা করে। পুলিশের এনকাউন্টারের পর তার স্ত্রী বলেন, পুলিশকে তিনি গুলি না চালানোর অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ তা শুনেনি। মাত্র তিন মাস আগেই পুরনো একটি বাইক চুরির মামলায় সে জামিন পেয়েছিল।ম