NE UpdatesHappeningsBreaking News

অশান্ত মণিপুর, জরুরি বন্ধের ঘোষণা ট্রাইবাল সংগঠনের

ইম্ফল, ১ সেপ্টেম্বর ঃ পুনরায় অশান্ত হয়ে পড়েছে মণিপুর। রাজ্যের কিছু এলাকায় পুনরায় হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছে। এরই মধ্যে ইন্ডিজিনিয়াস ট্রাইবাল লিডার ফোরাম জরুরিকালীন বন্ধের ঘোষণা করেছে। সংগঠনটি লংফাই কোহনচোরাংবাং, কাংভাই ও সুগনো অঞ্চলে শুক্রবার থেকেই জরুরিকালীন বন্ধের ডাক দিয়েছে। বৃহস্পতিবার বিষ্ণুপুর, চূড়াচান্দপুর ও কাংভাই এলাকায় ভয়ানক গোলা বর্ষণের পরই সংগঠন এ সিদ্ধান্ত গ্রহণ করে। একমাত্র জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।

Rananuj

মণিপুরের বিষ্ণুপুর জেলার থামনাপোকপিতে সন্দেহজনক কুকি জঙ্গি পুরো দিনজুড়ে মর্টার ও বন্দুকের আক্রমণ চালায়। এতে ১জন লোক প্রাণ হারান এবং অন্য ৮ জন জখম হন। বিপরীতে সুরক্ষা বাহিনীর পাল্টা জবাবে ৬ জন কুকি জঙ্গি নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এই ঘটনায় মোট ৮ জনের মৃত্যু ও ৮ জন আহত হয়। এই ঘটনার পর এই এলাকায় ৪ জন সাংবাদিক আটকে পড়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker