Barak UpdatesHappeningsBreaking News
ফরেনার্স ট্রাইবুনাল নয়, পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় নাগরিকত্ব নির্ধারণের দাবি সিআরপিসিসি-র
ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি : নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার ফরেনার্স ট্রাইবুনালের পরিবর্তে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে৷ নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম এর পক্ষ থেকে বুধবার ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র পাঠিয়ে এই দাবি জানানো হয়৷ কাছাড়ের জেলা প্রশাসন মারফত পাঠানো ওই স্মারকপত্রে আরও দাবি জানানো হয়, নতুন করে ‘ডি’ ভোটার তৈরি করা চলবে না এবং বর্ডার পুলিশ কর্তৃক ভিত্তিহীন অভিযোগ দায়ের করে ভারতীয়দের হেনস্তা বন্ধ করতে হবে।
সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সহ সভাপতি শিহাবউদ্দিন আহমেদ, সম্পাদক নির্মল কুমার দাস, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, আজমল হুসেন চৌধুরী, লুৎফর রহমান বড়ভূইয়া প্রমুখ বলেন, গত ডিসেম্বর মাসে কাছাড় জেলার ২২ জন নাগরিককে বিদেশি ঘোষণা করা হয়েছে৷ এর মধ্যে ১৪ জন একতরফা ভাবেই বিদেশি ঘোষিত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে তাদের বেশির ভাগই দরিদ্র পরিবারের লোকজন, তারা দু’বেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে পারে না৷ অথচ তাদেরকে দিনের পর দিন বিদেশি ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ায় হাজিরা দিতে হয়। এছাড়াও অন্য কোনও নোটিশ না পেয়েই বিদেশি ঘোষিত হচ্ছেন এবং বর্ডার পুলিশ তাদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা সহ সমস্ত ধরনের নাগরিক অধিকার ছিন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে নির্দেশ জারি করছে।
এছাড়াও যাদের নাম এন আর সি তালিকায় রয়েছে তাদের নামে নতুন করে বিদেশি নোটিশ প্রদান করা হচ্ছে। ফলে এসব মানুষ মানসিক ভারসাম্য রক্ষা করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, গুয়াহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ফরেনার্স ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বহুবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার বিতর্কিত বিদেশি ট্রাইবুনালে না করানোর দাবি সিআরপিসিসি, আসাম এর পক্ষে অনেক আগেই জানানো হয়েছিল। বর্তমান এই ঘটনাপ্রবাহে এই দাবির যৌক্তিকতা স্পষ্ট ভাবেই প্রমাণিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবি সমূহ অবিলম্বে পূরণ করা না হলে ভবিষ্যতে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও সিআরপিসিসি, আসাম-র পক্ষ থেকে জানানো হয়।