India & World UpdatesBreaking News

ফণী চলে গেলে ক্ষয়ক্ষতির নজরদারি করবে পি ৮১

৩ মে : আবহাওয়া দফতরের সতর্কতার মধ্যেই শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে সামুদ্রিক তুফান ফণী। সবথেকে ক্ষতিগ্রস্ত ওডিশার গঞ্জাম জেলা৷ ১৫০-১৬০ কিমি গতিবেগের এই ঝড়ে ওডিশার উপকূলবর্তী অঞ্চলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের জন্য নজরদারি চালাবে ভারতীয় নৌসেনার পি-৮১ এবং ডরনিয়ার বিমান৷

আমেরিকায় তৈরি বোয়িং পি ৮১ পোসেডন মূলত ব্যবহৃত হয়ে সমুদ্রে নজরদারি করার জন্য৷ বেআইনি পথে এদেশর সীমান্তে ঢুকে পড়া যে কোনও জাহাজের উপর লক্ষ্য রাখে ভারতীয় নৌ সেনার এই যুদ্ধবিমান। এ বার সেই বিমানকেই ফণী পরবর্তী উপকূলবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য তৈরি রেখেছে ভারতীয় নৌসেনা৷ বিশাল এলাকা জুড়ে নজরদারি চালিয়ে যাবে পি ৮১ যুদ্ধ বিমান৷ সাগরের জলের নীচে ডুবে থাকা জাহাজই হোক বা ভাসমান, কোনও কিছুই এর নজর এড়িয়ে যেতে পারে না৷

পি-৮১ যুদ্ধ বিমানে রয়েছে উন্নত মানের সার্ভিল্যান্স সিস্টেম ও রাডার৷ যা কিনা যে কোনও আবহাওয়ায় রাত দিন তথ্য সংগ্রহ করতে পারে৷ পি ৮১ মূলত ৭৩৭ থেকে ৮০০ যাত্রীবাহী বোয়িং বিমানের ওপর ভিত্তি করে তৈরি৷ আটজন ক্রু মেম্বার এটি পরিচালনার দায়িত্বে থাকেন৷ পি ৮১ আকাশ পথে ৯০৭ কিমি প্রতি ঘন্টার গতিবেগে ১২০০ নটিকাল মাইল উড়ে বেড়ায়৷ ফলে খুব সহজে বহু দূরের সীমারেখাকেও নজরবন্দি রাখতে সক্ষম৷ উড়ন্ত অবস্থায় রি ফুয়েলিং করিয়ে এর নজরদারির এলাকা আরও বাড়ানো যায়৷ উড়তে উড়তেই ইন্ডিয়ান নেভির সব কটি সাবমেরিনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে পারে৷ এতে থাকা এপি ১০ রাডার খুব সহজে শত শত কিলোমিটার দূরে নজর রাখতে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker