Barak Updates

ফকিরটিলায় শিশু অপহরণ, পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার
Child kidnapped from Fakirtilla, Rescued from an abandoned house

৮ সেপ্টেম্বরঃ ফের শিশু অপহরণের অভিযোগ। পুলিশের জোরদার অভিযানে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যে এলাকারই এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় ৬ বছরের অনীশ। সে এনআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র। কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রৌশন জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে চারটায় ফকিরটিলার বাসিন্দা অসীম দেব ঘুংঘুর থানায় জানান, তার ছেলেকে রাতের বেলায় ঘর থেকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছে। পৌনে চারটায় বিষয়টি তাদের নজরে আসে। দেখেন, বিছানায় নেই অনিশ। বাঁশের জানালার তার কেটে দুষ্কৃতীরা টেনে নিয়ে গিয়েছে তাঁদের ঘুমন্ত সন্তানকে।

Rananuj
অভিযানে পুলিশবাহিনী Police forces in action

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার রাকেশ রৌশন, অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি এবং তাঁর বিশাল টিম।  সঙ্গে সঙ্গে জেলার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়। বিভিন্ন দিকে অভিযানে নামে পুলিশবাহিনী। শেষে তার বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুর গোঙানি শুনতে পান এক পুলিশ কর্মী। দেখা যায়, শৌচাগারে পড়ে রয়েছে অনিশ। চোখ-মুখ বাঁধা। ভোর সাড়ে ৬টা নাগাদ তাঁকে উদ্ধারের পর স্বস্তি মেলে পুলিশ বাহিনী ও স্থানীয় জনতার। রাকেশবাবু জানান, জানান, কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, তুলে নিলে পরিত্যক্ত বাড়ির বাথরুমেই-বা রেখে দিল কেন, সে সব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। প্রসঙ্গত, ৫২ বছর বয়সী অসীমবাবু আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরকারি আবাসের কর্মী।

September 8: After the kidnapping of Trisha last year whose parents work in Assam University, another such incident of kidnapping took place today morning at Fakirtilla, Silchar. Anish Deb (06) a student of Kendriya Vidyalaya, NIT, Silchar was sleeping along with his parents. At around 3.45 in the early morning, Asim Deb, the father of the child noticed that his son Anish was not there in the bed. He saw that the wires fitted in a bamboo made window in the room were cut.

অভিযানে পুলিশবাহিনী Police forces in action

At once he raised a hue and cry and filed a complaint at Ghungoor police Outpost at 4.30 in the morning. In his complaint, Asim Das, a Grade IV employee working at the residence of Vice Chancellor of Assam University, Silchar mentioned that miscreants have kidnapped his child. Immediately police plunged into action. Police Super Rakesh Roushan, Additional Police Super Rakesh Reddy reached the spot with a huge force. All the police stations of the district was put on high alert and a massive search operation was launched. Police Super Rakesh Roushan informed that, all of a sudden during the search operation, police team heard the sound of cries of a child from an abandoned house which was approximately 200 meters away from the house of the victim. The search team entered into the abandoned house and found the child inside the bathroom with his eyes and mouth tied with a cloth.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker