Barak UpdatesHappeningsBreaking News
পয়লাপুলে মহারাজা গম্ভীর সিংহের মূর্তি উন্মোচন করলেন রাজদীপ
৫ মার্চ : লক্ষীপুরের পয়লাপুলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মহারাজা গম্ভীর সিংহের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। ২৩২তম জন্মদিন উপলক্ষে নিংসিংলোপ মণিপুরি সংস্থার উদ্যোগে এই প্রতিমূর্তি স্থাপন করা হয়। প্রতিমূর্তি উম্মোচন করেন শিলচরের সাংসদ ড. রাজদীপ রায়। এ উপলক্ষে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা, অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষীপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক রাজীব রায় প্রমুখ।
এ দিন পয়লাপুলের জয়পুর রোডে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উম্মোচিত অনুষ্ঠান শেষে সবাই শোভাযাত্রায় অংশ নেন। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় পয়লাপুল কমিনিউটি হলে। সভাপতি আর কে সানাহালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাংসদ ড. রাজদীপ রায়, জেলাশাসক বর্ণালী শর্মা, ভারপ্রাপ্ত মহকুমা শাসক রাজীব রায়, প্রাক্তন অধ্যক্ষ আবিদরাজা মজুমদার, ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান এন জয়কুমার সিংহ ও জমিদাতা এ কুলচন্দ্র সিংহকে সম্মান জানানো হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়।
এরপর সংস্থার কার্যালয় ও কমিনিউটি হলের দাবি জানিয়ে সাংসদের কাছে স্মারকপত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। নিজের ভাষণে সাংসদ দাবি পূরণের আশ্বাস দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বর্নালী শর্মা বলেন, মণিপুরি সম্প্রদায় সবদিক দিয়ে প্রতিভাবান। তিনি প্রতিমূর্তি উম্মোচন করার ক্ষেত্রে সহযোগিতা করায় সাংসদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।