Barak UpdatesHappeningsBreaking News
প্লাটিনাম জুবিলি পালনের প্রস্তুতি লাতু হাই স্কুলে
ওয়েটুবরাক, ৩০ আগস্ট : ৭৫ বছর পূর্তি হতে চলেছে ভারত-বাংলা সীমান্তবর্তী লাতু হাই স্কুলের। আগামী বছর এই প্লাটিনাম জুবিলি পালনের জন্য এখনই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ এ ব্যাপারে বিশেষ উদ্যোগী স্কুলের প্রাক্তনীরা । ৭৫-এর অনুষ্ঠানকে সামনে রেখে গত রবিবার প্রথম বারের মতো ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রধান শিক্ষক বিশ্বজ্যোতি দে, স্কুল পরিচালনা সমিতির সদস্য, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা তাতে উপস্থিত ছিলেন৷ সিদ্ধান্ত হয়, আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্লাটিনাম জুবিলির মূল অনুষ্ঠান আয়োজিত হবে৷ সে জন্য একটি রূপরেখাও তৈরি করা হয় । আনুমানিক দশ লক্ষ টাকা বাজেট ধার্য করে প্লাটিনাম জুবলি উদযাপন কমিটি, কার্যকরী কমিটি, জনসংযোগ ও প্রচার সহ আটটি সাব-কমিটি গঠন করার প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সভায় কমিটিগুলি গঠন করা হবে।
অন্যদিকে, রাজ্য সরকারের শিক্ষা বিভাগের সমষ্টি ভিত্তিক মডেল স্কুল গঠন করার জন্য উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে লাতু হাই স্কুলের নাম প্রস্তাব করা হল বলে ঘোষণা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । প্লাটিনাম জুবলি আয়োজনে তিনি নিজে বিশেষ দায়িত্ব নেবেন বলেও জানান । আগামী বছরের অনুষ্ঠানকে সফল করতে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন প্রধানশিক্ষক বিশ্বজ্যোতি দে ।