Barak UpdatesBreaking News

প্রয়াসের যোগ দিবস
Prayas participates in Yoga Day celebration

২১ জুনঃ শুক্রবার পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলো বেসরকারি সামাজিক সংগঠন প্রয়াস-ও । স্থানীয় ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার সকাল ৭ টা থেকে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রয়াসের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রিকনারায়ণ দাস, সহ সভাপতিদ্বয় পাপলু দাস তালুকদার ও নিম্বার্ক দাস, সম্পাদক শান্তনু রায় ও সহ সম্পাদক দেবব্রত বণিক।

Rananuj

প্রয়াস তার জন্মলগ্নকাল থেকেই যোগশিক্ষা প্রচার এবং প্রসারের কাজে ব্রতী। শিলচর ডিএসএ প্রাঙ্গণে পুরাতন স্কোরবোর্ডের নীচে দোতালায় প্রয়াসের তরফ থেকে সারা বছর নি:শুল্ক যোগব্যায়াম করানো হয়। এই শিবির সবার জন্য উন্মুক্ত। বিশ্ব যোগ দিবসে ‘প্রয়াস’এর যোগগুরুরা সারাদিনই বিভিন্ন জায়গায় যোগশিবিরের আয়োজন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker