Barak UpdatesCultureBreaking News

প্রয়াত সভাপতি মাধব রায়-কে স্মরণ করল গানমহল

২৮ সেপ্টেম্বর: সভাপতি মাধব রায়ের অকালপ্রয়াণে শোকসভা করল গানমহল, শিলচর৷ প্রথমে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা৷ মাধব রায়ের জীবনী তুলে ধরেন কুষুমেশু পুরকায়স্থ৷ শোকবার্তা পাঠ করেন সাগরিকা ভট্টাচার্য৷ সভায় উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান৷ শোকসভায় উপস্থিত ছিলেন সন্দীপ ভট্টাচার্য, সুশান্ত শেখর দাস, ব্রততী ভট্টাচার্য, সায়ন্তন ভট্টাচার্য, শুভম ভট্টাচার্য, নিবেদিতা দেব, বর্ণালী দাস প্রমুখ৷

Rananuj

বরাক উপত্যকার বিশিষ্ট গানের দল গানমহলের সভাপতি মাধব রায় গত বুধবার শিলচর মেডিক্যাল কলেজে কোভিড ব্লকের শৌচাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন৷

তিনি পরিসংখ্যান বিভাগের ডিমা হাসাও জেলার ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন৷ এর আগে মাধববাবু শিলচরের বিডিও-র দায়িত্বও পালন করেছেন৷ সরকারি যে পদেই থাকুন না কেন, তিনি ছিলেন একজন পুরোদস্তুর সংস্কৃতিকর্মী, সঙ্গীতপ্রেমী৷ তাঁর অকালপ্রয়াণে গানমহলের তো বটেই, এই অঞ্চলের অশেষ ক্ষতি হল বলে মন্তব্য করেন বক্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker