India & World UpdatesHappeningsBreaking News
প্রায় বিরোধীশূন্য, দুইদিনে সাসপেন্ড ১৪১ সাংসদ
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : লোকসভার আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হল। সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা আর শীতকালীন অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও স্মোক ক্যান কাণ্ড নিয়ে তোলপাড় হয় সংসদের অধিবেশন। এ নিয়েই দুদিনে সাসপেন্ড করা হল ১৪১ জন সাংসদকে। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। সাসপেন্ড সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কংগ্রেসের শশী থারুর, মণীশ তিওয়ারি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। ‘স্বৈরতন্ত্র চলছে’, অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। “দেশকে পুলিশি রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে” বললেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি।
সংসদের ভিতরে অভব্য আচরণ, সংসদের গরিমা নষ্ট এবং স্পিকারকে অবমাননার অভিযোগে এই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করায় কার্যত বিরোধীশূন্য হয়ে গেল সংসদ। সোমবারও সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জনকে সাসপেন্ড করা হয়েছিল। গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সাংসদকে। সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী দলের সাংসদেরা।