NE UpdatesAnalyticsBreaking News

প্রস্তুত কমিশন, রাজ্যের ৫ কেন্দ্রে ভোট দেবেন ৯ লক্ষের বেশি ভোটার

গুয়াহাটি, ১৯ অক্টোবর : অসমের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন নিয়ে পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে ৫টি কেন্দ্রের ভোটার তালিকা, ভোটগ্রহণ কেন্দ্র ইত্যাদি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর বঙাইগাঁও, বিহালি, ধলাই, সিদলি ও সামাগুড়ি কেন্দ্রে ভোট হবে। এজন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল জানিয়েছেন, শুক্রবার থেকে প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচটা কেন্দ্রের ভোটার তালিকা প্ৰকাশ হলেও মনোনয়ন প্ৰক্ৰিয়ার শেষ পৰ্যন্ত কেন্দ্রের ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কম বেশি হতে পারে। কারণ ওইদিন পর্যন্ত কেন্দ্র পরিবর্তন চেয়ে আবেদন করা ভোটারের নাম অন্তৰ্ভুক্ত-প্ৰক্ৰিয়া চলতে থাকবে।

গোয়েল জানান, বঙাইগাঁও, বিহালি, ধলাই, সিদলি ও সামাগুড়ি কেন্দ্রে মোট ভোটার ৯,১০,৬৬৫ জন।‌ এর মধ্যে মহিলা ভোটার ৪,৫৫,৯২৪ ও পুরুষ ভোটার ৪,৫৪,৭২২ জন। এ দিকে বঙাইগাঁও কেন্দ্রে মোট ১,৮২,৩৫৪ জন ভোটার রয়েছে। বিহালি কেন্দ্রে ১,৩২,৫৮৯ জন ভোটার, ধলাই কেন্দ্রে ১,৯৭,৬৪২ জন, সিদলি কেন্দ্রে ২,১৭,২৩৬ জন এবং সামাগুড়ি কেন্দ্রে ১,৮০,৮৫৪ জন ভোটার রয়েছে।

এ দিকে, বঙাইগাঁও,বিহালি,ধলাই, সিদলি ও সামাগুড়ি কেন্দ্রে মোট সার্ভিস ভোটার ২৭৯৬ জন । পাঁচটা কেন্দ্র মিলিয়ে মোট ভোটগ্ৰহণ কেন্দ্ৰ ১০৭৮টি। এর মধ্যে বঙাইগাঁও কেন্দ্রে ২৪৬টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ, বিহালি কেন্দ্রে ১৫৪টি, ধলাই কেন্দ্রে ২০৮টি, সিদলি কেন্দ্রে ২৭৩টি ও সামাগুড়ি কেন্দ্রে ১৯৭টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ রয়েছে। মুখ্য নিৰ্বাচনী আরও জানান, ভোটিং মেশিনের প্ৰথম পৰ্যায়ে পরীক্ষা হয়েছে । আগামী ১ নভেম্বর দ্বিতীয় পৰ্যায়ের পৰীক্ষা হবে । ৪ নভেম্বর ভোটিং মেশিন প্রস্তুত করে ৫ নভেম্বর স্ট্রংরুমে রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker