NE UpdatesHappeningsBreaking News
প্রস্তুতি পর্যালোচনা করে অসম ছাড়ল নির্বাচন কমিশনের দল
গুয়াহাটি, ৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অসমে প্রস্তুতি খতিয়ে দেখে দুদিনের সফরসূচি শেষ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দলটি। মঙ্গলবার দলটি রাজ্যে এসেছিল। বুধবার রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিক, গুয়াহাটির পুলিশ কমিশনার, সব জেলার পুলিশ সুপার, ডিআইজি এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয় দলটি। এ দিন গুয়াহাটির একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
কেন্দ্রের উপ নির্বাচন কমিশনার হৃদেশ কুমারের নেতৃত্বে আসা দলটিত সিনিয়র প্রধান সচিব এন এন বুটোলিয়া, সঞ্চালক পঙ্কজ শ্রীবাস্তব ও এনটি ভুটিয়া পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়া আধিকারিকদের সঙ্গে অসমের বিভিন্ন জেলার নির্বাচন প্রস্তুতির বিষয়ে মত বিনিময় করেছেন। নির্বাচনের জন্য ইপিআইসির বিতরণ ব্যবস্থা, ভোটকেন্দ্রে গ্রহণ করা বিভিন্ন ব্যবস্থা, ইভিএম ও ভিভিপ্যাট এবং জনশক্তির ব্যবস্থা, ভোটারের ভোটদান বৃদ্ধির জন্য চলতে থাকা এসভিইইপির কাজকর্ম, ভোটকর্মীর প্রশিক্ষণ, নিরাপত্তা বাহিনী নিয়োগ এবং নির্বাচনী ব্যয়ের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। অসমে অধিক ভোটারের ভোটদানের পাশাপাশি নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে সরকারি কর্তাদের অনুরোধ করেন উপ নির্বাচন কমিশনার।