NE UpdatesBarak UpdatesHappenings
প্রসপেক্টাসে আইন বিভাগে পিএইচডির ১৩ আসন, আসাম বিশ্ববিদ্যালয় নিল মাত্র ৫ জন, ক্ষোভ
৭ অক্টোবরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মোট ১৩ জন ছাত্রকে পিএইচডি করানো হবে। প্রসপেক্টাসে স্পষ্ট করেই এ কথা লেখা রয়েছে। কিন্তু এই বছরে ভর্তির জন্য মাত্র ৫ জনকে বাছাই করা হয়েছে। ৮ জনকে রাখা হয়েছে ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে থাকা ৮ জনের বক্তব্য, “ওয়েটিং লিস্টে নয়, প্রসপেক্টাস মেনে আমাদের ভর্তি করানোরই কথা।” বিষয়টি যে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, এ কথা উল্লেখ করে সবাই মিলে এক স্মারকপত্র দিয়েছেন উপাচার্যের কাছে। তাদের কথায়, প্রসপেকটাসে ১৩ আসনের উল্লেখ থাকাতেই তারা অন্যত্র চেষ্টা না করে চুপ করে বসেছিলেন। শেষপর্যন্ত ভর্তি করানো না হলে তাঁদের বিরাট লোকসান হয়ে যাবে। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষেও তা হবে অনৈতিক কাজ।
আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ জানান, তাঁদের অভিযোগ মোটেও ঠিক নয়। বিষয়টি না বোঝার ফলে ভুল বার্তা ছড়াচ্ছে। আসলে আইন বিভাগে পিএইচডির দুটি শাখা রয়েছে। আইন সম্পর্কীত এবং আইন সম্পর্কীত নয়। এতদিন শুধু আইন সম্পর্কীত বিষয়েই পিএইচডি চালু ছিল। এ বার আইন সম্পর্কীত নয়, এমন বিষয়েও পিএইচডি করানোর সিদ্ধান্ত নয়। মোট আসন ৮টি। প্রথম বছর বলে সে জন্য নিয়মনীতি প্রণয়ন করতে হচ্ছে। এই কাজ শেষ হলেই আইন সম্পর্কীত নয়, এমন বিষয়ে পিএইচডি-তে ভর্তির তালিকা প্রকাশিত হবে। কোভিড আবহের জন্য একটু দেরি হচ্ছে, এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন, কিছুদিনের মধ্যেই তাঁরা এই কাজ সেরে নিতে চাইছেন।