NE UpdatesAnalyticsBreaking News
প্রশ্নপত্র ফাঁস, এইচ এস প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা বাতিল

গুয়াহাটি, ২২ মার্চ : একটির পর একটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল করা হয়েছে উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা। আগামী ২৪ মার্চ নতুন পরীক্ষা সূচি নিয়ে সিদ্ধান্ত নেবে অসম রাজ্য বিদ্যালয়ে শিক্ষা পরিষদ। শনিবার উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা নিয়ে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৪ মার্চ অনুষ্ঠেয় বৈঠকে পরীক্ষার পরবর্তী দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার গনিত ও অর্থনীতি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এরপর শনিবার অর্থনীতির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। অবশ্য অংকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিষদ আজ বাকি থাকা পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার পরিষদের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
এদিকে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের অংকের প্রশ্নপত্র নির্দিষ্ট সময়ের আগে খোলা ১৫ টি বেসরকারি বিদ্যালয়কে শনাক্ত করেছে পরিষদ। এই ১৫টি বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত না হওয়া পর্যন্ত এইসব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করেছে পরিষদ। এমনকি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২০২৫-২৬ নতুন শিক্ষাবর্ষের জন্য নাম ভর্তিও করতে পারবে না। তবে দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে।
স্বীকৃতি বাতিল হওয়া এই বিদ্যালয়গুলোর মধ্যে বরাক উপত্যকার তিনটি রয়েছে। এর মধ্যে কাছার জেলার এডিথ ডগলাস এইচ এস স্কুল ও প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং হাইলাকান্দি জেলার হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল রয়েছে।