Barak Updates
প্রশ্নপত্র ফাঁসে ২২ জন আটক
ওয়েটুবরাক, ১৫ মার্চ: অসমে ম্যাট্রিকের বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আছে অন্তত ৫ জন ছাত্র। যদিও শিক্ষামন্ত্রী রণোজ পেগু দাবি করেছিলেন, প্রশ্নপত্র থানার জিম্মায় থাকে, তাই প্রশ্ন ফাঁসে শিক্ষক-শিক্ষিকাদের যোগ থাকা সম্ভব নয়। কিন্তু ভাউরিদেবী সেরাউগি উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতিরেখা বরগোঁহাই, শিক্ষক হেরম্বকুমার দাস ও মধ্যশিক্ষা বোর্ড বা সেবার চতুর্থ শ্রেণির কর্মী চিত্র রায়কে প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় গ্রেফতার করেছে পুলিশ। ডিজিপি জি পি সিংহ জানান, গুয়াহাটি, উত্তর লখিমপুর, ধেমাজি, শদিয়া, ডিব্রুগড় ও তিনসুকিয়া থেকে ২২ জনকে ধরা হয়েছে। কয়েক জন শিক্ষকও ঘটনায় জড়িত থাকা দুর্ভাগ্যজনক। প্রশ্ন ফাঁসের চক্রে যারা জড়িত তাদের সকলকে খোঁজা হচ্ছে।