Barak UpdatesHappeningsBreaking News
প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে নিজের ফয়দা লুটতে চাইছেন কৌশিক, অভিযোগ তমালের
ওয়েটুবরাক, ২৮ মে: প্রশাসনের উপর চাপের রাজনীতি করছেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। এই মন্তব্য করলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক। তিনি বলেন, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের বিরুদ্ধে ৩০ জন অফিসার যে অভিযোগ করেছেন সেটা অত্যন্ত উদ্বেগজনক। বন্যার সময় রাতদিন পরিশ্রম করে কাজ করে চলছেন এইসব অফিসাররা। এর বদলে তাদের এভাবে দুর্ব্যবহারের মুখোমুখি হতে হলে সেটা দুঃখজনক। এতে অফিসারদের মনোবল ভেঙে পড়বে। তাঁরা ঠিকমতো কাজ করতে পারবেন না। ফলে মানুষের যেসব সরকারি সুবিধা পাওয়ার কথা, ঠিক সময় সেটা পাবেন না।
তিনি বিধায়কের এই আচরণের তীব্র সমালোচনা করে বলেন, এতে গণতান্ত্রিক মূল্যবোধ বিপন্ন হবে। আমলাদের উপর যদি এভাবে চাপ সৃষ্টি করা হয় তাহলে কোনও ধরনের সরকারি কাজকর্ম বাস্তবায়িত হতে পারবে না। তিনি এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেন। বিজেপি সরকার আমলাদের ওপর রাজনৈতিক ভাবে চাপ সৃষ্টি করে নিজেদের ফায়দা তুলতে চাইছে বলেও তিনি মন্তব্য করেন। এর ফলে আমলাদের সঙ্গে জনপ্রতিনিধিদের যে সম্পর্ক, তাতে ফাটল দেখা দেবে বলেও তিনি মনে করেন।