India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
প্রবীণদের ভরণপোষণ আইনে সংশোধন চাইছে কেন্দ্র, বিল আসছে লোকসভায়
ওয়েটুবরাক, ২৩ জুলাইঃ ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনপ্রাপ্ত পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ (সংশোধিত) বিলটিকে এ বার লোকসভায় পেশ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রক বর্ষাকালীন অধিবেশনে পেশের জন্য যে সব বিলের তালিকা তৈরি করেছে, তাতে একে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর লক্ষ্য, পিতামাতা বা নিজের তত্ত্বাবধানে থাকা প্রবীণদের কেউ যেন পরিত্যাগ করতে না পারে। করোনা আবহে ২০০৭ সালের এই আইনে কিছু সংশোধনী জরুরি হয়ে পড়েছে। সংশোধনীগুলি গৃহীত হলে প্রবীণ নাগরিকদের ক্ষমতা অনেকটা বেড়ে যাবে।
বর্তমান আইনে শুধু ছেলেমেয়ে, নাতি-নাতনি (নাবালক-নাবালিকা বাদে)-দেরই প্রবীণ নাগরিকদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশোধনীতে সৎ ছেলেমেয়ে, দত্তক ছেলেমেয়ে, জামাতা-পুত্রবধূ এবং নাবালক-নাবালিকার আইনি অভিভাবকদেরও এর আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে মাতা-পিতার জায়গায় সংশোধনীতে পালক মাতাপিতা, সৎ মাতাপিতা, শ্বশুর-শাশুড়ি, ঠাকুরদা-ঠাকুরমা, দাদু-দিদা সকলের সুরক্ষার কথা যুক্ত করা হয়েছে।
ভরণপোষণ বলতে শুধু খাদ্য, বস্ত্র আর থাকার জায়গা নয়, সংশোধনীতে স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার কথা যুক্ত করার প্রস্তাব রয়েছে, যাতে তাঁরা শেষদিনগুলো হাসিখুশিতে কাটিয়ে যেতে পারেন। এ সবের চেয়ে বড় কথা, সংশোধনীতে বলা হয়েছে, আইনি লড়াইয়ে গেলে প্রবীণ-প্রবীণাদের মাসে দশ হাজার টাকারও বেশি ভরণপোষণের নির্দেশ দেওয়া যেতে পারে। বর্তমানে তা দশ হাজারে সীমিত রয়েছে। তবে এই অঙ্ক চূড়ান্ত করার আগে বিচারকদের প্রবীণ-প্রবীণাদের জীবনশৈলী ও উপার্জন এবং সন্তানদের উপার্জনের দিকটি বিবেচনা করতে বলা হয়েছে। আর ওই ভরণপোষণের প্রথম কিস্তি বর্তমানে একমাসের মধ্যে দেওয়ার নিয়ম। সংশোধনীতে তা ১৫ দিন করা হয়েছে।