Barak UpdatesHappeningsBreaking News

প্রধানমন্ত্রীকে বড় ক্লান্ত দেখাচ্ছিল, বললেন এআইসিসি মুখপাত্র

ওয়েটুবরাক, ১৯ মার্চ: বৃহস্পতিবার করিমগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় ক্লান্ত, উদাসীন, আনমনা লাগছিল৷ এ নিয়ে চিন্তায় পড়ে যান কংগ্রেস নেতৃত্ব৷ দেশের প্রধানমন্ত্রী বলে কথা৷ পরে খোঁজখবর নিয়ে দেখেন, আসলে আগে বিভিন্ন সময় বরাকে এসে তিনি যত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে সবের কিছুই পূরণ হয়নি‌৷ তাই একে ভয়ে ভয়ে ছিলেন৷ দ্বিতীয়ত নতুন করে কী আর বলবেন, সে নিয়েও চিন্তায় ছিলেন৷  কথাগুলি বলছিলেন এআইসিসি মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ৷

তাঁর কথায়, কংগ্রেস বিকাশের লক্ষ্যে কাজ করে৷ সে জন্য প্রতিশ্রুতি নয়, পাঁচটি গ্যারান্টি দিতে হয়েছে৷ মহিলা কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব বলেন, ওইসব গ্যারান্টির এক-একটি যে অক্ষরে অক্ষরে পালিত হবে, ছত্তিশগড় এর প্রমাণ৷ সেখানে ভোটের আগে যে সব গ্যারান্টি দেওয়া হয়েছিল, এখন সবকটি বাস্তবায়িত৷

সুস্মিতা দেবের প্রশ্ন, মোদি এখানে এসে সদিয়া সেতু, ভূপেন হাজরিকা সেতু বলেন, কিন্তু পাঁচটি বরাক সেতুর কী হল, এ নিয়ে কেন কথা বললেন না? তিনি জানতে চান কাছাড় কাগজ কলের কী হল? এনআরসির কী হল? স্মার্ট সিটি, ফ্লাইওভার কোথায় হল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker