NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
প্রদেশের পর এ বার জেলা-ব্লক পর্যায়েও হবে সাংগঠনিক প্রশিক্ষণ শিবির, জানালেন সঞ্জীব রায়
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : অসম প্রদেশ কংগ্রেস কমিটির তিন দিনের সাংগঠনিক প্রশিক্ষণ শিবির শুক্রবার শেষ হয়েছে৷ এ বার ওই ধরনের শিবির হবে জেলা ও ব্লক পর্যায়ে৷ খুব শীঘ্র এ ব্যাপারে প্রয়োজনীয় ঘোষণা করা হবে৷ আর ওই সব শিবিরের মাধ্যমেই প্রশিক্ষিত নেতা-কর্মীরা সংগঠনকে চাঙ্গা করে তুলবেন৷
গত ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্য পর্যায়ের সাংগঠনিক প্রশিক্ষণ শিবির সেরে শিলচরে ফিরে এই মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রদেশ মিডিয়া বিভাগের জোনাল কো-অর্ডিনেটর (বরাক উপত্যকা) সঞ্জীব রায়।
তাঁর কথায়, শিবির দুর্দান্ত সাফল্য নিয়ে সমাপ্ত হয়েছে৷ এই মেগা ইভেন্ট কংগ্রেস নেতা ও কর্মীদের মধ্যে নিশ্চিত ভাবে শক্তি সঞ্চার করবে৷ দলকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে উৎসাহিত করবে।
তিনি জানান, প্রদেশ সভাপতি ভূপেন বরার আক্রমণাত্মক বক্তব্য ও আলোচনা সবাইকে উৎসাহ জুগিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম এবং এআইসিসি সাধারণ সম্পাদক (সাংগঠন ) কেসি বেণুগোপালের বক্তৃতা ছিল তথ্যপূর্ণ এবং ইতিবাচক৷ অসমের সাংসদ রিপুণ বরা, প্রদ্যুত বরদলৈ, গৌরব গগৈ , আব্দুল খালেক সহ এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সক্রিয় উপস্থিতি এবং বক্তব্য অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেছে। কংগ্রেসের পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়া, পবন সিং ঘাটোয়ার, রকিবুল হোসেন, রাণা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ, জাকির হুসেন সিকদার, অপূর্ব ভট্টাচার্য এবং অন্যান্য প্রশিক্ষক ও বক্তারা বিজেপি সরকারের গণবিরোধী নীতি এবং কংগ্রেসের করণীয় বিষয়গুলি তুলে ধরেন।
সঞ্জীব রায় বলেন, রাহুল গান্ধীর ‘ভারচুয়াল বক্তব্য’ পুরো প্রেক্ষাগারে এক নতুন পথচলার দিশা দেয়। সমস্ত প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন এআইসিসির প্রশিক্ষণ বিভাগের মুখ্য প্রশিক্ষক সচিন রাও ও প্রশিক্ষক সুমন লস্কর।
গুয়াহাটির প্রশিক্ষণ শিবিরে বরাক উপত্যকার তিনটি জেলার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং এই ধরনের অংশগ্রহণের ফলে বরাক উপত্যকায়ও সংগঠনকে শক্তিশালী করতে ইতিবাচক প্রভাব ফেলবে৷