Barak UpdatesHappeningsBreaking News
প্রদীপ্ত দাস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান হলেন

ওয়েটুবরাক, ৩ এপ্রিল: অধ্যাপক প্রদীপ্ত দাস তিন বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ২০২৪ সালের এপ্রিল থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। অধ্যাপক দাস ২০১৭ সালের জুলাই থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের স্বয়ম স্থানীয় চ্যাপ্টারের নোডাল অফিসার।
তিনি আসাম বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। ২০০৩ এবং ২০১১ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে ক্রমে কম্পিউটার সায়েন্সে এম.এসসি. ইন্টিগ্রেটেড কোর্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র। পরবর্তীতে ২০২১ সালে মিজোরাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক করেন। ২০২২ সালে ইগনু থেকে সাইবার অ্যাক্টে স্নাতকোত্তর কোর্সও করেন।
প্রদীপ্ত দাস ২০০৮ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি ২০০৭-২০০৮ সালে মিজোরাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক, ২০০৬-২০০৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক এবং ২০০৫-২০০৬ সালে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ে অনুষদ সহযোগী হিসেবে কাজ করেছেন।
অধ্যাপক দাস এই অঞ্চলেরই কৃতী সন্তান। কাছাড় জেলার ধলাই বাজার এলাকার দেবীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত পুলক রঞ্জন দাস এবং মা প্রয়াত সাবিত্রী দাস। তিনি বিএনএমপি স্কুল ধলাই (১৯৯৬) এবং জি.সি. কলেজ শিলচর থেকে উচ্চ মাধ্যমিক (১৯৯৮) সম্পন্ন করেছেন।