Barak UpdatesHappeningsBreaking News

ভক্তদের বারণ, শিলচর রামকৃষ্ণ মিশনে প্রতিমা নিরঞ্জন করবেন মহারাজরাই

মঙ্গলবার দেওয়া হবে শান্তিবারি, অপরাজিতা

২৫ অক্টোবর: শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রতিমা নিরঞ্জনে এ বার ভক্তদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে৷ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ জানিয়েছেন, মহারাজ, ব্রহ্মচারী এবং ভেতরে যারা সর্বক্ষণ থাকেন, তাঁরাই মিশনের নিজস্ব পুকুরে প্রতিমা নিরঞ্জন করবেন৷ করোনা আবহের দরুন সে সময় মূল গেট বন্ধ রাখা হবে৷ একই কারণে প্রতিমা নিরঞ্জন শেষে যে শান্তির জল দেওয়া অপরাজিতা বাঁধার ব্যাপার ছিল, তাও ওই সময়ে হবে না৷ সম্পাদক মহারাজের কথায়, তবে শান্তির জল, অপরাজিতা পরদিন অর্থাৎ মঙ্গলবারে দেওয়া হবে৷

Rananuj

বৃষ্টির দরুন মহাসপ্তমীতে ভক্ত সমাগম বেশি হয়নি৷ মহাষ্টমীতে প্রকৃতিদেবী প্রসন্ন হতেই মানুষের ভিড় বাড়ে৷ সে দিন সাড়ে ৮ হাজার দর্শনার্থী হন বলে অনুমান গণধীশানন্দ মহারাজের৷ তিনি বলেন, নবমীতেই সবচেয়ে বেশি ভক্ত মিশনে গিয়েছেন, নিজে মন্ত্র আউড়ে অঞ্জলি দিয়েছেন৷

মিশনের দর্শনার্থীদের জন্য এ বার ব্যাপক স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়৷ আশ্রমের বিপরীত দিকে কলেজিয়েট স্কুলে জুতো রাখার ব্যবস্থা করা হয়৷ সেখানেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা৷ গেট পেরোতেই থার্মাল স্ক্যানার৷ পুরো শরীর স্যানিটাইজ করার ব্যবস্থাও রয়েছে৷ এ ছাড়া, স্থায়ী মণ্ডপে দুটি এবং দুর্গাপুজো মণ্ডপে দুটি শাইকোকেন লাগানো হয়েছে৷ দশমীতে প্রতিমা নিরঞ্জনে ভক্তদের আসতে না করার পেছনেও এই করোনা সতর্কতা, স্পষ্ট করে দেন স্বামী গণধীশানন্দ মহারাজ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker