NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বদরপুরে দিল্লিগামী ট্রেন থেকে গাঁজা বাজেয়াপ্ত

ওয়েটুবরাক, ২১ জুন: আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হল ১২ প্যাকেট গাঁজা৷ ত্রিপুরা বিএসএফ-ই গোয়েন্দা সূত্রে রাজধানী এক্সপ্রেসে গাঁজা পাচারের কথা জানতে পেরেছিল৷ কিন্তু এর আগেই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে ছেড়ে দেয়৷ কোভিড আবহে ত্রিপুরার কোথাও স্টপেজ না থাকায় তারা করিমগঞ্জ বিএসএফকে গাঁজার তথ্যটি জানিয়ে দেয়৷ করিমগঞ্জ বিএসএফ বদরপুর স্টেশনে গিয়ে রাজধানী এক্সপ্রেসের নির্দিষ্ট কামরায় তল্লাশি চালায়৷ আসনের উপরে ছাদের অংশবিশেষ খুলে দেখা যায়, সেখানে রাখা একের পর এক ১২ প্যাকেট গাঁজা৷mপরে অবশ্য যাত্রীদের নিয়ে নিরাপদেই বদরপুর স্টেশন থেকে এগিয়ে যায়৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker