২২ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলায় প্রতিবন্ধীদের সরকারি ভাতার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী মারফত দরখাস্ত জমা দিতে বলা হয়েছে। সরকারি বিভাগগুলির কাজকর্ম পর্যালোচনার জন্য আয়োজিত এক সভায় সোমবার এ কথা জানানো হয়। ডিডিসি বিক্রমদেব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক অনুপকুমার দৈত্যারি জানান,
তাঁরা স্বাস্থ্য বিভাগ থেকে তাঁদের সার্টিফিকেট নিয়ে ভাতা পান না। ফলে তাঁদের নানা প্রশ্নের মুখে স্বাস্থ্য বিভাগকে পড়তে হয়।
এর জবাবে সমাজকল্যাণ বিভাগ থেকে জানানো হয়, অঙ্গনাদি কর্মী মারফত দিব্যাঙ্গ ভাতার জন্য বেশ কয়েকটি তথ্য সম্বলিত পৃথক দরখাস্ত জমা দেওয়া যাবে। জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে ভাতার ফর্ম পাওয়া যায় বলে সভায় জানানো হয়৷ বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার মনীশ ঠাকুর আগামীকাল মঙ্গলবার করিমগঞ্জে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এতে তিনি জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন। একে সামনে রেখেই জেলার বিভাগীয় প্রধানরা এ দিন পর্যালোচনা বৈঠক করেন৷