Barak UpdatesHappeningsBreaking News
প্রতিবন্ধী কুমুদের তৈরি গামছার মাস্ক কিনে সাফাইকর্মীদের বিলি
১১ আগস্ট: প্রতিবন্ধী কুমুদরঞ্জন ভৌমিকের কাছ থেকে ১০০টি গামছার মাস্ক কিনে নিল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ পরে তা তুলে দেওয়া হয় শিলচর পুরসভার এগজিকিউটিভ অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ানের হাতে৷ রাজীব কর, রামুশিস ঘোষ ও কমল চক্রবর্তীর অনুরোধ, এ গুলি যেন শহরের সাফাইকর্মীদের মধ্যে বিতরণ করা হয়৷
রাজীববাবু জানান, কুমুদরঞ্জন ভৌমিকের একটি পা সম্পূর্ণ অকেজো৷ কিন্তু সেলাইটা ভাল জানেন৷ তিনি নিজে বাজারে গিয়ে গামছা কিনে এনে মাস্ক তৈরি করেন৷ স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীর মাস্ক রাজীববাবুরা খুঁজে বেড়াচ্ছিলেন৷ কারণ ফুলাম গামোছার মাস্কে বাজার ছেয়ে গিয়েছে৷ কিন্তু এতে যেমন সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধ বাড়ছিল, অন্যদিকে অসমিয়াদের গামোছায় এখানকার অর্থনীতির কোনও লাভ হচ্ছিল না|
রাজীববাবুরা তাই কুমুদরঞ্জন ভৌমিকের কাছ থেকে ১০০টি গামছার মাস্ক কিনে নেন৷ এই কাজে পরিচিতি পর্বের দায়িত্বে ছিলেন সক্ষমের কর্মকর্তা মিঠুন রায়৷ রাজীববাবু বলেন, আমাদের গ্রাম বাঁচুক, আমাদের তাঁতশিল্পীরা বাঁচুক, আমাদের সংস্কৃতি বাঁচিয়ে আমাদের মানুষ বাঁচুক৷