Barak UpdatesHappenings
প্রকাশিত রাধামাধব কলেজের দেয়াল পত্রিকা কমার্স উইন্ডো, থিম বাজেট

ওয়ে টু বরাক, ২ এপ্রিল : মঙ্গলবার রাধামাধব কলেজ বাণিজ্য বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা ‘কমার্স উইণ্ডো’ এর শুভ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকার সপ্তম সংখ্যার আবরণ উন্মোচন করেন।
এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, বাণিজ্য বিভাগ এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভাগীয় দেয়াল পত্রিকার শিরোনাম কমার্স উইন্ডো, খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, দেয়াল পত্রিকা ‘কমার্স উইন্ডো’র এবারের থিম হচ্ছে ‘বাজেট’ এবং দেয়াল পত্রিকার এই সংখ্যায় স্পষ্টতই দেশজুড়ে বাণিজ্য, ব্যবসা এবং অর্থনীতির ক্ষেত্রে চলমান সমস্ত উন্নয়ন ব্যবস্থা, প্রবণতা এবং পরিকল্পনার কথা ফুটে উঠেছে। দেয়াল পত্রিকা কমার্স উইন্ডোকে যে সকল ছাত্রছাত্রীরা সুন্দর করে সাজিয়েছেন তিনি তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
এদিকে নিজের বক্তব্যে উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী বলেন, দেয়াল পত্রিকার নামাকরণ করা হয়েছে কমার্স উইণ্ডো যা খুবই গুরুত্ব বহন করে। তিনি বলেন, নানা কারণে এবারের সরকারি বাজেটটি একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমরা সবাই জানি যে প্রত্যেক বছর যে বাজেট পেশ করা হয় সেই বাজেট আমাদের দেশের অর্থনৈতিক দিক গুলোকে হাইলাইট করে এবং সরকার কি কি পদক্ষেপ নেবে সেগুলি প্রতিফলিত করে। তিনি বলেন এবারের বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অনেক বেশি প্রত্যাশা থাকবে। এবারের বাজেটের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে, টেক্স সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি । ডঃ রাহুল চক্রবর্তী আরও বলেন বাণিজ্য শাখা এভাবে থিম বেস এক একটা বিষয় নিয়ে প্রতি বছর দেয়াল পত্রিকা তৈরি করছে, তারজন্য তিনি ছাত্র ছাত্রীদের বিশেষ করে ধন্যবাদ জানান। তিনি বাণিজ্য বিভাগের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী বলেন, দেয়াল পত্রিকা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পায়। ছাত্র ছাত্রীরা অত্যন্ত সাবলীল ভাবে দেয়াল পত্রিকাতে বাজেট সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেছে। দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে জড়িত কলেজ পড়ুয়া স্বপ্নীল বসু, সুইটি দেবনাথ, সুমি গোপ ও করন ধরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এদিকে নিজ বক্তব্যে বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রূপম রায় বলেন, আমাদের এবারের দেয়াল পত্রিকার থিম হচ্ছে বাজেট। আসাম সরকার এবারের বাজেটে বরাক উপত্যকার উন্নয়নের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেছে। শিলচরে উড়ালপুল, পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়, বরাক উপত্যকার উন্নয়নে বিশেষ প্যাকেজ ইত্যাদি ফুটে উঠেছে দেয়াল পত্রিকাতে। তিনি তারজন্য পুরো কৃতিত্ব ছাত্র ছাত্রীদের দিতে চান।
উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পড়ুয়া স্বপ্নীল বসু। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আশীষতরু রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়, অধ্যাপক অধ্যাপিকা যথাক্রমে জীবন দাশ, ডঃ কালিপদ দাশ, অরুণাভ ভট্টাচার্য, ডঃ সূর্য্যসেন দেব, ডঃ সন্তোষ বরা, ডঃ সিএইচ মণিকুমার সিংহ, ডঃ রাহুল শরনিয়া, ডঃ এম সানি সিংহ, ডঃ স্বর্ণালী রায় চৌধুরী, শবনম সারংশা, ডঃ পিয়া দাস, অনন্যা ভট্টাচার্য, পৌমিতা রায়, ত্রয়ী ভট্টাচার্য, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অরুপ পাল, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্যালিম গ্যাংমাই প্রমুখ।