NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

পুলিশে নিযুক্তির শারীরিক পরীক্ষা ফের শুরু

ওয়েটুবরাক, ১৮ আগস্টঃ আসাম পুলিশের ২৩৯১টি অস্ত্রবিহীন এবং ৪২৭১টি সশস্ত্র কনস্টেবল পদে নিযুক্তির জন্য প্রক্রিয়া ফের শুরু হতে চলেছে। আগেই যারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় শারীরিক পরীক্ষা (পিএসটি/পিইটি) হয়নি, এ বার তাদেরই শারীরিক পরীক্ষা গ্রহণ করা হবে। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রাজ্যের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন, ১৫টি জেলা দিয়ে এই প্রক্রিয়া ১ সেপ্টেন্বর থেকে শুরু হবে। জেলাগুলি হল বিশ্বনাথ, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ি, হাইলাকান্দি, হোজাই, যোরহাট, মরিগাঁও, কামরূপ (মেট্রো), করিমগঞ্জ, কার্বি আংলং, শিবসাগর, শোণিতপুর এবং উদালগুড়ি।

সে জন্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে বলা হয়েছে। ১৫ জেলার আবেদনকারীদের অ্যাডমিট কার্ড অনলাইনে দেওয়া হয়েছে। ২০ আগস্ট থেকে সেগুলি ডাউনলোড করা যাবে।

মহন্ত জানান, যারা আগে শারীরিক পরীক্ষা দিয়েছেন, তাঁদের আর এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে www.slprbassam.in-এ। কোনও সমস্যা হলে 8826762317 নম্বরে বা helpdesk.admitcard@gmail.com -এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker