Barak UpdatesHappeningsBreaking News
পুরসভার শিবিরে রক্ত দিলেন ৩০ জন
ওয়েটুবরাক, ১৯ আগস্ট: প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচর পুরসভায় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি।
১৫ আগস্ট সকালে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পুরসভার কার্যবাহী আধিকারিক নবোত্তম শর্মা। উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আশু পাল, ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ডা. দিলওয়ার হোসেন প্রমুখ।
মোট ৩০ জন এ দিন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও পদক দেওয়া হয়৷ কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকেও পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
সেদিন রক্তদান শিবিরের খোঁজ নিতে উপস্থিত হয়েছিলেন চলাকালে রক্তদাতাদের খোঁজখবর নেন বিধায়ক মিহিরকান্তি সোম এবং বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপকুমার পাল৷ তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। বক্তব্য রাখেন ক্যানসার হাসপাতালের কর্মী রুবি দাসও৷
পুরসভার রক্তদান শিবিরের আহ্বায়ক তথা পুর কর্মচারী নেতা অমলকুমার দাস বলেন, প্রতি বছর তাঁরা নাগরিকদের মধ্যে রক্তদানের ব্যাপারে সচেতনা গড়ে তোলার চেষ্টা করে চলেছেন৷ তাতে যথেষ্ট সাড়া মিলছে৷
সেদিন শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেয় লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার। রক্তদান শিবির আয়োজনের জন্য তাদের পক্ষ থেকে শিলচর পুরসভা, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সংবর্ধনা জানানো হয়।