Barak Updates
পুরনো ট্রেনগুলি ফের চালুর দাবি জানাল সংগ্রাম কমিটি
১৪ অক্টোবর: শিলচর-গুয়াহাটি যাত্রীরেল, শিলচর-করিমগঞ্জ, শিলচর-হাইলাকান্দি, শিলচর-ধর্মনগর লোকাল ট্রেন ও কাঞ্চনজঙ্ঘা একপ্রেস পুনরায় চালু করার দাবিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র দিল শিলচর-লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি। শিলচরের স্টেশন সুপার মারফত প্রদান করা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, কেন্দ্র সরকারের জারি করা কোভিড প্রটোকল কঠোর ভাবে বলবৎ করে পুনরায় কিছু যাত্রীরেল চালু করতে হবে। কারণ সরকারের পক্ষ থেকে লক ডাউন প্রায় সম্পূর্ণ তুলে দেওয়ার ফলে জনগণ বিভিন্ন কারণে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন৷ কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের যাতায়াত খরচ মারাত্মক বেড়েছে।
স্টেশন সুপারকে প্রতিনিধিরা বলেন, শিলচর-ত্রিবান্দ্রম যাত্রীরেল চলাচল যেভাবে শুরু হয়েছে ঠিক সেভাবে যাতায়াত ধীরে ধীরে চালু হলে যাত্রীরা সুবিধা পাবেন । প্রতিনিধিরা করোনা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, সংক্রমণ বর্তমানেও মারাত্মক রূপে বহাল রয়েছে৷ তাই জনগণের জীবনের সুরক্ষার প্রশ্নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাত্রীরেলে ঘনঘন স্যানিটাইজ করা, রেল স্টেশনে যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের সময় স্ক্রিনিং করা ও করোনা লক্ষণযুক্ত লোকের যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কোনও ধরনের অবহেলা করা চলবে না। অন্যথায় পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে এবং রোগ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়বে । স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন শিলচর-লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক অজয় রায় , কমল চক্রবর্তী, দিলীপ নাথ ও হিল্লোল ভট্টাচার্য।