Barak UpdatesHappeningsBreaking News
পুজো দিয়ে শুরু শিববাড়ি রোডে এলিভেটেড করিডরের পাইলিং বসানোর কাজ
ওয়েটুবরাক, ২৩ অক্টোবরঃ তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে উড়াল পুল বা এলিভেটেড করিডরের পাইলিং বসানো বুধবার শুরু হয়েছে। এর আগে পূজার্চনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা ওই এলাকার প্রাক্তন কমিশনার অভ্রজিত চক্রবর্তী (ওরফে ঝলক), দুই মণ্ডল সভাপতি হীরক চৌধুরী ও শ্যামল দেব। ছিলেন বিভাগীয় কর্মকর্তারাও।
পরে বিধায়ক চক্রবর্তী বলেন, স্বাধীনতার পর থেকেই শিববাড়ি রোডের ওই অংশ সিঙ্কিং জোন। কোটি কোটি টাকা খরচ করেও কোনওদিন ফল মেলেনি। পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর সমাধান বের করেন। তিনিই প্রস্তাব দেন, রাস্তা নির্মাণ না করে সেখানে উড়ালপুল তৈরি করলেই ওই এলাকা দিয়ে পারাপারকারী মানুষ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এর পরেই ২১০ মিটার উড়ালপুলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেন তিনি। দীপায়ন সে জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, বরাকের প্রতি হিমন্ত বিশ্ব শর্মার যে সজাগ দৃষ্টি রয়েছে, এটি আরও একটি প্রমাণ।
গত ৫ সেপ্টেম্বর থেকেই ওই জায়গায় উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়েছে। এ দিন শুরু হল এর পাইলিং বসানো। বিধায়ক জানান, পাইলিং বসাতে ছয়মাস এবং পরে সেতু নির্মাণে আরও ছয়মাস লাগবে। ওই সময় এই রাস্তা পারাপারের জন্য সাব-ওয়ে তৈরি করে দেওয়া হয়েছে। ওই পথেই চলাচল করতে তিনি অনুরোধ জানান।