NE UpdatesHappeningsBreaking News
পুজোর পরই উপ নির্বাচন, কমিশনকে চিঠি মুখ্য সচিবের
৬ কেন্দ্রের দায়িত্ব বিভিন্ন মন্ত্রীকে
২৪ সেপ্টেম্বর : রাজ্য সরকার পুজোর পর নির্বাচন চাইছে। ফলে আসামের ৬ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন পুজোর পরই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপ নির্বাচন নিয়ে কমিশন রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে মতামত জানতে চেয়েছিল। সে অনুযায়ী মুখ্য সচিব জিষ্ণু বরুয়া পুজোর পর নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে রাজ্য সরকারের ইচ্ছের কথা জানিয়েছেন। তাছাড়া করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে ওঠার খবরও কমিশনকে জানানো হয়েছে। সব মিলিয়ে পুজোর পর উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল।
ইতিমধ্যে শাসক দল বিজেপি সহ সব রাজনৈতিক দলই উপ নির্বাচনের জন্য তৎপর হয়ে উঠেছে। নির্বাচন কমিশনও সংশ্লিষ্ট জেলাগুলোতে ভোট সংক্রান্ত প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সচেষ্ট। তাছাড়া গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপির কার্য নির্বাহক সভায় এই উপ নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধী দলের কেন্দ্রগুলোতে যাতে বিজেপির শক্তি বৃদ্ধি হয়, তার জন্য নানা কৌশল গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, আসন্ন উপ নির্বাচনের জন্য বিজেপির সংশ্লিষ্ট প্রতিটি কেন্দ্রে একেক জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী মরিয়নি কেন্দ্রের জন্য পীযূষ হাজরিকা ও থাওরা কেন্দ্রের জন্য সঞ্জয় কিষাণকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাজুলি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে রণোজ পেগু ও বিমল বরাকে। তামুলপুর কেন্দ্রের দায়িত্বে রঞ্জিত কুমার দাস, গোঁসাইগাঁও কেন্দ্রের দায়িত্বে অশোক সিঙ্ঘল এবং ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে জয়ন্তমল্ল বরুয়াকে।