Barak UpdatesHappeningsBreaking News
পুজোর দিনগুলিতে শহরে ঘুরে বেড়াবে পুলিশের অ্যান্টি-রোমিও স্কোয়াড
ওয়েটুবরাক, 20 সেপ্টেম্বরঃ পুজোর দিনগুলিতে শহর-গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পুজো দেখতে বেরিয়ে যাতে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ নানা পরিকল্পনা গ্রহণ করে চলেছে। পুজোর সময় কিছু কিশোর-যুবক রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে অশোভন আচরণ করে, আপত্তিকর কথা বলে। সে সব রুখতে কাছাড় পুলিশ অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছে। আটজনের স্কোয়াডে থাকবেন মহিলা পুলিশও। খাকি বা সাদা নয়, ভিন্ন পোশাকে থাকবেন তাঁরা। বিশেষ ভাবে তাঁদের প্রশিক্ষিত করে তোলা হয়েছে।
এ দিকে, পুজোর দিনগুলিতে ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ রাখতে মঙ্গলবার জেলাশাসকের কনফারেন্স হলে ট্রাফিক অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সকলের পরামর্শক্রমে গত বছরের ট্রাফিক প্ল্যানে সামান্য পরিবর্তন আনা হচ্ছে। পুলিশ সুপার নোমল মাহাত্তা বলেন, এ সব ছাড়াও শহরের চার জায়গায় চারটি ওয়াচ টাওয়ার থাকবে। সে সব টাওয়ারে বসে পুলিশ গোটা শহর পর্যবেক্ষণ করবে।