Barak UpdatesHappeningsBreaking News
পিতা সুশীল বণিকের স্মৃতিতে বিদেশ থেকে সর্বোদয় ট্রাস্টে এক লক্ষ
ওয়েটুবরাক, ৯ আগস্ট : মালুগ্রামে সর্বোদয় ট্রাস্টের জমির উপর কল্যাণী ভট্টাচার্য স্মৃতি যোগ চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্রের নির্মীয়মান ভবনের কাজ চলছে। অর্থের অভাবে এখনও তা অসম্পূর্ণ। এ কথা শুনে এবং ট্রাস্টের কাজকর্মে উৎসাহিত হয়ে পিতা সুশীল বণিকের স্মৃতির উদ্দেশ্যে জার্মান থেকে তাঁর কন্যা রিম্পী বণিক ও কানাডা থেকে পুত্র শুভঙ্কর বণিক এক লক্ষ টাকা ট্রাস্টে দান করেন।
তাঁদের পিতা প্রয়াত সুশীল বণিক কলকাতার দূর্গানগরের এক প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে কন্যা রিম্পী বণিক কলকাতার বাড়িতে আসেন। ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পালচৌধুরীর স্ত্রী সোনালী পালচৌধুরীও তখন কলকাতায় ছিলেন৷ আত্মীয়তার সুবাদে ট্রাস্টের কাজকর্মের কথা বণিক পরিবারের কাছে তুলে ধরেন৷ পরে সাধারণ সম্পাদক শেখরবাবুও বিস্তারিত ভাবে তাঁদের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এই সব জেনে সুশীলবাবুর সন্তানেরা পিতার স্মৃতির উদ্দেশ্যে এক লক্ষ টাকা প্রদান করেন। চেক লিখে তা তুলে দেন সুশীলবাবুর স্ত্রী ঝর্না বণিক ও কন্যা রিম্পী বণিক । চেকটি গ্রহণ করেন সোনালী পালচৌধুরী। তাদের এই দানের জন্য সাধুবাদ জানান ট্রাস্টের স্থায়ী সদস্য ডঃ সুখময় ভট্টাচার্য, ভাস্কর দত্ত, শেখর পালচৌধুরী অশোক কুমার দেব, ডা. লক্ষ্মণ দাশ, শান্তনু দাশ, রনজিৎ নাগ, অতুল চৌধুরী ও রামেন্দ্র ভট্টাচার্য ৷ ধন্যবাদ জানান আমন্ত্রিত সদস্যরাও৷