Barak UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গের সাংসদ হচ্ছেন সুস্মিতা, কাছাড়ের লাভ কী, প্রশ্ন কবীন্দ্র পুরকায়স্থের
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বরঃ ১৯৯১ সালে একইসঙ্গে শিলচরের দুই প্রতিদ্বন্দ্বী আইনসভায় প্রতিনিধিত্ব করেন। সে বার অবশ্য তাঁরা মুখোমুখি লড়াইয়ে নামেননি। সন্তোষমোহন দেব জেতেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে। কবীন্দ্র পুরকায়স্থ শিলচর থেকে নির্বাচিত হয়েছিলেন। এ বার একই দৃশ্যের অবতারণা হতে চলেছে। গত দুই লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সুস্মিতা দেব ও রাজদীপ রায় একই সঙ্গে আইনসভায় যাবেন। ব্যতিক্রম ১৯৯১ সালে দুজনই ছিলেন লোকসভায়। এ বার সুস্মিতা যাবেন রাজ্যসভায়, রাজদীপ আগে থেকেই লোকসভায় রয়েছেন। এ ছাড়া, সন্তোষমোহন ছিলেন ত্রিপুরার কংগ্রেস সাংসদ, তাঁর কন্যা হবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রতিনিধি।
ত্রিপুরার সাংসদ হয়েও সন্তোষমোহন দেব এই অঞ্চলের জন্য কিছু করতে পারলেও সুস্মিতার কাছে কবীন্দ্র পুরকায়স্থ তেমন কিছু আশা করতে পারছেন না। এর কারণ ব্যাখ্যায় বিজেপি নেতা পুরকায়স্থ বলেন, “সন্তোষমোহনের দ্বারা কিছু করা সম্ভব হয়েছিল, কারণ তিনি তখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন। শাসক শক্তির কিছু সুযোগ থাকে। কিন্তু সুস্মিতা দল বদলে রাজ্যসভায় যাচ্ছেন, তাতে তাঁর পক্ষে এই অঞ্চলের জন্য কিছু করা সম্ভব হবে না। তাঁকে পশ্চিমবঙ্গের কাজই করতে হবে। ফলে দল বদলে তাঁর ব্যক্তিগত লাভ হয়েছে বটে, কিন্তু বরাক উপত্যকার কাজে আসবে না।” এর পরই কবীন্দ্রবাবুর সংযোজন, তবে তিনি যদি নিজের সমাজের জন্য দায়িত্ব পালন করেন, আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব।