India & World UpdatesAnalyticsBreaking News
পর্যটকদের জন্য ১০ অক্টোবর খুলছে সিকিম
২৫ অক্টোবর : বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সিকিম। করোনার জেরে গত ৭ মাস ধরে পুরোপুরি স্তব্ধ ছিল এই পাহাড়ি রাজ্যটি। আর্থিক গতিবিধির কথা চিন্তা করেই পর্যটকদের জন্য রাজ্যের প্রবেশদ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।
পুজোর আগে পাহাড়ি রাজ্যে কয়েকটা দিন কাটাতে বরাবরই পছন্দ করেন বাঙালিরা। সেদিক দিয়ে এই সময় সিকিমের বিভিন্ন পর্যটনস্থলে ভিড় লেগেই থাকে। কিন্তু করোনা মহামারির ভয়াবহতার জন্য গত ৭ মাস ধরে পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল পাহাড়ি রাজ্য। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকেই হোটেল ও রিসর্টে বুকিং শুরু হয়ে যাবে। তবে সব পর্যটকদের জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
তবে বর্তমানে সিকিমে পূর্ণ লকডাউন জারি রয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ৭ দিনের এই লকডাউন। রাজ্যের করোনা পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। এ অবস্থায় পর্যটক এলে সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে মহামারির চেনটা ভেঙে দিতেই এই লকডাউন জারি করা হয়েছে।