Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগে অচলাবস্থা, সতর্ক করল আউটা
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : স্নাতক পর্যায়ের ফলাফল প্রকাশের আগেই মার্কশিট প্রকাশ্যে চলে আসার প্রেক্ষিতে কিছুদিন আগে আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন সংঘটিত করার দরুন পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগে অচলাবস্থা দেখা দিয়েছে৷ বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক৷ কারণ বিশ্ববিদ্যালয়ের মানমর্যাদা স্থির হয় পরীক্ষা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার মাধ্যমেই৷ গোপনীয়তাই এই বিভাগের মূলমন্ত্র৷ কিন্তু গোপন বিষয় সময়ের আগেই প্রকাশ হওয়ার প্রেক্ষিতে উদ্বিগ্ন ছাত্র-অভিভাবকরা৷
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের অচলাবস্থার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আসাম বিশ্ববিদ্যালয় টিচারস অ্যাসোসিয়েশনও (আউটা)৷ তাঁদের অভিযোগ, আন্দোলনের নামে বৃহত্তর বিশ্ববিদ্যালয় পরিবারের নির্দিষ্ট সদস্য-সদস্যাদের লক্ষ্য করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে ৷
এই সপ্তাহেই শুরু হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর এবং বিএসসি-বিএড পরীক্ষা৷ একে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর নির্ভর করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা৷ তাই ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং প্রশাসন যাতে সুষ্ঠুভাবে ওই পরীক্ষা পরিচালন করতে পারে, সেজন্য আউটা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানায়। আগের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, তাই ওই কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তারা সকলকে ধৈর্য ধরতে বলেন৷ আউটার পক্ষ থেকে বারবার আর্জি জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কোনও ভাবেই যেন শৈক্ষিক পরিবেশ কলুষিত করার চেষ্টা না হয়৷ যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনকে উপযুক্ত প্রস্তুতি গ্রহণেরও অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা সংঘটিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগাম আর্জিও জানিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা আউটা৷