Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা পদ্ধতিঃ টিডিসি ইউনিয়নের পাশেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
১৪ সেপ্টেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্বের পরীক্ষা অনলাইন ও অফলাইন উভয় প্রক্রিয়ায় করার দাবি জানাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। সাধারণ সম্পাদক অরিত্র ধর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন, তাদের মত এখানেও পরীক্ষা নিতে হবে মূলত অনলাইনে। যাদের ইন্টারনেট সমস্যা বা অন্য কোনও কারণে অনলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, শুধু তাদের জন্য কাগজে-কলমে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক।
ছাত্র সংসদের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, তাদের দাবি মেনে অনলাইন পরীক্ষার ঘোষণা না হলে তারা বরাক ভ্যালি টিডিসি স্টুডেন্টস ইউনিয়নকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
টিডিসি স্টুডেন্টস ইউনিয়নের কর্মকর্তারাও একই দাবি উল্লেখ করে আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা বলেন, দক্ষিণ আসাম জুড়েই বিশ্ববিদ্যালয়ের অফলাইন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে। অনেক কলেজের অধ্যক্ষ স্পষ্টভাবে লিখে জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা নেওয়া ঝুঁকিবহুল। এর পরও বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনে নামবেন তারা।