India & World UpdatesBreaking News
পরীক্ষামূলক উড়ানের সময়ই ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিরাজ
২ ফেব্রুয়ারি : পরীক্ষামূলক উড়ানের সময়ই ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’। এতে বিমানের দুই পাইলটের মৃত্যু হয়েছে। যুদ্ধবিমানটি তৈরি করে দেশের যুদ্ধবিমান প্রস্তুতকারক সরকারি সংস্থা হ্যাল। সম্প্রতি সেই মিরাজ-২০০০ মডেলে কিছু নয়া সংযোজন করা হয়। এর পর এটির পরীক্ষামূলক উড়ান চলছিল। আর তা সফল হলে মিরাজ ২০০০-কে তুলে দেওয়া হত সেনাবাহিনীর হাতে। কিন্তু তার আগেই শুক্রবার বেঙ্গালুরুতে হ্যালের ইয়েমালুর বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার সময়েই আগুন ধরে যায় মিরাজে। রানওয়েতেই ভেঙে পড়ে সেটি। বিমান ওড়াচ্ছিলেন স্কোয়াড্রন লিডার সমীর আবরোল ও সিদ্ধার্থ নেগি।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিমানটিতে আগুন লাগে। আগুন লাগার পর জ্বলতে থাকে মিরাজ। কালো ধোঁয়ায় চারধার ছেয়ে যায়। বেঙ্গালুরুর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় অনেক দূর দূর থেকে।