Barak UpdatesHappeningsBreaking News
পরিমলকে সঙ্গে নিয়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে গেলেন অমিত শাহ
ওয়েটুবরাক, ২১ এপ্রিলঃ আজ অমিত শাহের রোড শো-কে ঘিরে শিলচরের যে চেহারা ধারণ করেছিল, জনজোয়ার বা জনসমুদ্র, যাই বলা হোক, সবই যখার্থ । তাও কোনও এক জায়গায় নয়, গোটা শহরটাই নির্বাচনী ময়দানের চেহারা নিয়েছিল। নির্ধারিত সূচি অনুসারেই বিকাল সাড়ে চারটায় তাঁর কপ্টার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অবতরণ করে। কিন্তু এর অনেক আগেই জনপ্লাবন বয়ে চলে। রোড শো শুরু হতেই উন্মাদনা মাত্রা ছাড়ায়। গাড়ির উপরে অমিত শাহ, সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিদায়ী সাংসদ ডা. রাজদীপ রায় এবং এ বারের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য । এর আগে-পরে মানুষ মিছিলে হাঁটছেন। কেউ নাচছেন, কেউ গাইছেন। সঙ্গে মুহূর্মুহূ স্লোগান দেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কখনও হাতজোড় করে জনতাকে অভিবাদন জানান, কখনও হাত নেড়ে পাল্টা অভিবাদন ব্যক্ত করেন। মাঝে মাঝে মাইক্রোফোন হাতে স্লোগান দিয়েছেন, ভারতমাতা কি জয়, বন্দেমাতরম। গাড়িতে সামনেই রাখা ছিল গোলাপ ফুলের অজস্র পাপড়ি। মুঠো মুঠো পাপড়ি ছড়িয়ে দেন তাঁর জন্য অপেক্ষমান নারী-পুরুষের দিকে। শিলচর ডিএসএ ময়দান থেকে তাঁর রোডশো শুরু হয়। সেন্ট্রাল রোড, প্রেমতলা হয়ে লোচনবৈরাগী রোডে়র মোড়ে পৌঁছাতে সময় লাগে পঞ্চাশ মিনিট। সেখানে নেমেই অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে নিজের কনভয়ে ঢুকে পড়েন।
পরে পরিমল শুক্লবৈদ্য উপস্থিত দর্শকদের অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ও।