NE UpdatesHappeningsBusiness
পরিবহন ধর্মঘটে সিটুর সমর্থন
ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : পরিবহন ক্ষেত্রে জড়িত সংগঠনগুলির এবং সমস্ত শ্রমিক কর্মচারীদের আকস্মিক ধর্মঘটের প্রতি সিটু পূর্ণ সমর্থন জানিয়েছে। সিটুর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা নামে নতুন আইনে বিভিন্ন দানবীয় বিধান আনয়ন করেছে। বিশেষত, পরিবহন ক্ষেত্রের বিএনএস-এর ১০৪(২) ধারায় যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট চালক বা কর্মীর বিরুদ্ধে শাস্তি প্রদানের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। শাস্তির মেয়াদ ১০ বছরের কারাবাস সহ জরিমানার বিধান দেওয়া হয়েছে। এই বিল সংসদে পেশ করার পর তা সংসদীয় কমিটির কাছে পাঠান হয়, কিন্ত কমিটির সমস্ত অভিমতকে উপেক্ষা করে স্বৈরাচারী পদক্ষেপে এই অন্যায়, অসাংবিধানিক আইন পাশ করা হয়েছে।” এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রতি সিটু পূর্ণ সমর্থন জ্ঞাপন করে । এই ”শ্রমিক বিরোধী স্বৈরাচারী আইন” বিএনএস ১০৪(২) ধারা অবিলম্বে বাতিল করার দাবি জানান তাঁরা।