India & World UpdatesHappeningsBreaking News
পরবর্তী লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের
২৯ মে : লকডাউন নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বার্তালাপ সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হওয়ার ঠিক তিনদিন আগে এই বার্তালাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ৩১ মে শেষ হচ্ছে লকডাউন। জানা গেছে, টেলিফোনিক বার্তালাপে স্বরাষ্ট্রমন্ত্রী লকডাউন বাড়ানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীদের পরামর্শ চেয়েছেন। রাজ্য কী চাইছে তা জানতে চান। রিপোর্ট অনুযায়ী, সমস্ত মুখ্যমন্ত্রী তাদের মতামত জানান। এর আগে, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা রাজ্যের প্রধানদের সঙ্গে যোগাযোগ করেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী আগে তাদের সঙ্গে কথা বলেন, যার ফলে স্পষ্টতই রাজনৈতিক প্রসার ঘটিয়েছেন।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ১ জুন থেকে ধর্মস্থান খুলে দেওয়ার আবেদন করেন। তবে অনেকেই এর বিরোধিতা করে জানান, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ আরও এক মাস বন্ধ রাখা উচিত। শপিং মল, সিনেমা হল, হোটেল-রেস্তরাঁ আরও কিছুদিন বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে তা তো আগেই জানিয়ে দেওয়া হয়। অনেকের মতে, লকডাউনের ফলেই সংক্রমণের সংখ্যা আমেরিকার মত হয়ে যায়নি। ইতিমধ্যে হিমাচল প্রদেশ তাদের রাজ্যের দুটি জেলায় ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। তবে অন্য রাজ্যগুলি থেকে এখনও কোনও সিদ্ধান্তে এসে পৌঁছয়নি। লকডাউন জারি থাকলেও তা কতটা শিথিল হবে, কত জায়গায় ছাড় পাওয়া যাবে, তা জানার অপেক্ষায় দেশবাসী।