Barak UpdatesHappeningsBreaking News
১৫ আগস্টের পর জাতীয় পতাকাগুলি মর্যাদার সঙ্গে রাখতে বিমলেন্দু রায়ের পরামর্শ
ওয়েটুবরাক, ১২ আগস্টঃ কাছাড়ের ১৪৬১টি বুথের সবকটিতে ‘হর ঘর তিরঙা’ কর্মসূচি সার্থক করার ব্যাপারে তৎপর রয়েছেন বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ ব্যাপারে দলীয় তরফে বুথে বুথে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তবে এত এত জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের পরে কী হবে, এ নিয়ে এখন থেকেই উদ্বেগে তিনি। অনুরোধ করেন, ”১৫ আগস্টের পর নিজ নিজ জাতীয় পতাকা সযত্নে ঘরে নিয়ে রাখুন। কোনও মতেই কেউ জাতীয় পতাকা রাস্তায় ফেলবেন না।”
জাতীয় পতাকার বিধি প্রসঙ্গে বিমলেন্দুবাবু জানান, যে সব পতাকা উত্তোলন করা হবে, সেগুলি পুরনো নিয়মেই সন্ধ্যায় নামাতে হবে। যে সব জাতীয় পতাকা রশির সাহায্যে উত্তোলন নয়, এমনি বেঁধে রাখা, ঝুলিয়ে দেওয়া সেগুলি প্রতিদিন খোলা-লাগানোর প্রয়োজন নেই।