India & World UpdatesHappeningsBreaking News
পঞ্জাব সীমান্তে পাক ড্রোন থেকে ১ কেজি হেরোইন উদ্ধার
হরিয়ানা, ৩ জানুয়ারি : পঞ্জাব সীমান্তে ১ কেজি হেরোইন সহ পাকিস্তানি ড্রোন আটক করল বিএসএফ। সোমবার পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ড্রোনটি আটক করা হয়েছে। ওই এলাকার কৃষকরাই বিএসএফকে ড্রোন সম্পর্কে তথ্য দিয়েছিলেন।
বিএসএফের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘২ জানুয়ারি গুরুদাসপুর সেক্টরের বিওপি কসোওয়ালের কাছে প্রায় ১ কেজি হেরোইন সহ একটি পুরনো পাক ড্রোন উদ্ধার করেছে বিএসএফ।’
২০২২ সালে বিএসএফ ২২টি পাক ড্রোন আটক করেছে। সেগুলি থেকে ৩১৬.৯৮৮ কেজি হেরোইন, ৬৭টি অস্ত্র এবং ৮৫০ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতে অস্ত্র ও মাদক পাচারের উদ্দেশ্যেই ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর পেছনে আইএসআই-এর মদত রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর। সেকারণে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।