Barak UpdatesHappeningsBreaking News
নৌকা নিয়ে বাংলাদেশের কুড়ি জনের দলের করিমগঞ্জে হানা, আতঙ্ক
ওয়েটুবরাক, ২০ মে : করিমগঞ্জ শহরের স্টিমারঘাট রোডে বাংলাদেশের দুষ্কৃতী দলের হানায় আতঙ্ক দেখা দিয়েছে। রাত সাড়ে আটটা নাগাদ বাংলাদেশ থেকে একটি বড় নৌকা নিয়ে কুড়ি জনের দলটি ভারতে প্রবেশ করে। হঠাৎ নৌকায় এতো লোক দেখে স্থানীয় জনতা চিৎকার চেঁচামেচি শুরু করেন । পরিস্থিতি অনুকূলে নয় দেখে বুঝতে পেরে এরা পালিয়ে যায়। স্থানীয় মানুষের অনুমান, কুড়ি জনের দলটি হয়তো বাঁধ ভাঙ্গার জন্য আসছিল, নয়তো এলাকায় চুরি ডাকাতি করতে চাইছিল।
এলাকাবাসীর পক্ষ থেকে রবীন্দ্র সদন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি বলেন, এত লোকের চিৎকার চেঁচামেচির পরও বিএসএফের দেখা মেলেনি । তিনি বলেন, স্টিমারঘাট এলাকায় সিআরপিএফের ক্যাম্প ছিল, তা উঠিয়ে নেওয়ার পর থেকেই মানুষ আতঙ্কে ভুগছেন। তাঁর অভিযোগ, বিসর্জনঘাট থেকে স্টিমারঘাট বিএসএফ ক্যাম্প এই এক কিলোমিটার এলাকায় কোনও নজরদারি নেই । বাংলাদেশি দুষ্কৃতীরা এরই ফায়দা নেয়৷ বিএসএফ যদি এই এলাকায় টহলদারি না বাড়ায়, তাহলে বড় ধরনের ঘটনা ঘটবে বলে স্থানীয় জনতা আশঙ্কা করছেন ৷ ড. খাজাঞ্চি জেলা প্রশাসনকে এলাকার সুরক্ষা ব্যবস্থা জোরদার করার দাবি জানান৷
করিমগঞ্জ সদর থানার একটি পুলিশদল পরে ঘটনাস্থলে ছুটে যায় এবং বিস্তারিত খবরাখবর নেয়। এ দিকে ঘটনার খবর পেয়ে এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল,বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, পুরপতি রবীন্দ্রচন্দ দেব, উপ-পুরপতি সুখেন্দু দাস এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন৷