Barak UpdatesHappeningsBreaking News
নেতাজি জন্মজয়ন্তীতে রাধামাধব কলেজে পড়ুয়াদের মধ্যে কুইজ প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারিঃ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করলো শিলচর রাধামাধব কলেজ। এদিন কলেজের আইকিউএসির উদ্যোগে কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষা ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী । অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে ও পরে নেতাজির প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা । এতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য, ডঃ সূর্য্যসেন দেব, ডঃ স্বর্ণালী রায় চৌধুরী ও সাওয়ন চক্রবর্তী । প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র অরূপ সরকার, দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের ছাত্রী পারমিতা পাল ও তৃতীয় স্থান দখল করেছে দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ শুক্লবৈদ্য। এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ স্বর্ণালী রায় চৌধুরী ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ দত্ত চৌধুরী কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, স্থান লাভ করা বড় কথা নয় আসল কথা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মানসিকতা গড়ে তোলা। তিনি ছাত্রছাত্রীদের নেতাজির বীরত্ব ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন কলেজের উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী বলেন, স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান যুগে যুগে বহমান থাকবে। কারণ তাঁর অবদান কোনও ছোট্ট বিষয় ছিল না। তিনি উল্লেখ করেন, সুভাষচন্দ্র আমাদের জন্য যা দিয়ে গেছেন সেটা আমাদের লালন করতে হবে হৃদয়ে। যে স্বাধীনতার কথা আজ বলা হচ্ছে সেটাকে অর্জন করে নিতে হবে। ভেবে দেখতে হবে স্বাধীনতাকে আমরা কাজে লাগাতে পারছি কিনা! আর তা যদি হয়, তাহলেই আমরা এই মহামানবকে সত্যিকার অর্থে স্মরণ করতে পারবো বলে মন্তব্য করেন উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী । নেতাজির প্রতি সম্মান প্রদর্শন করে এদিন তিনি নিজের স্বরচিত একটি কবিতা ‘মহামানবের স্মরণে’ পাঠ করেও শোনান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জীবন দাস, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রুমা নাথ চৌধুরী, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সন্তোষ বরা, অধ্যাপক ডঃ কালীপদ দাস, ডঃ নবনীতা দেবনাথ, ডঃ বিধান বর্মণ, ডঃ পিয়া দাস, ডঃ সি এইচ মণিকুমার সিংহ, ডঃ সুমিতা বসু, ডঃ এম সানি সিংহ, সুরভি ঘোষ, দেবযানী দেব, পৌমিতা রায়, ত্রয়ী ভট্টাচার্য, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ প্রমুখ।
ছবি: কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এক ছাত্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষা ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডঃ রাহুল চক্রবর্তী ।