Barak UpdatesHappeningsBreaking News
নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী পালনে শিলচরে কমিটি
৪ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার শিলচরের পেনসনারস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য।আলোচনাক্রমে স্থির হয়, আগামী একবছর ব্যাপী নানা কর্মসূচিতে নেতাজির চিন্তা,চেতনাকে তুলে ধরবেন তাঁরা৷ সেজন্য ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবর্ষ উদযাপন সমিতি’ গঠন করা হয়। সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত হন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ দে, প্রাক্তন অধ্যক্ষ ও চূড়ামণি সিংহ, আইনজীবী মকব্বির আলী আহমেদ, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন দত্ত, মলয় ভট্টাচার্য, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল প্রমুখ।
সমিতির সভাপতি হিসেবে তপোধীর ভট্টাচার্য, সহ-সভাপতি হিসেবে পরিতোষ চন্দ্র দত্ত, সিহাব উদ্দিন আহমেদ ও দীপঙ্কর চন্দকে মনোনীত করা হয়। কমিটির সম্পাদক সুব্রতচন্দ্র নাথ৷ সহ- সম্পাদক তমোজিৎ সাহা ও রাহুল রায়৷ কোষাধ্যক্ষ হিসেবে নকুলরঞ্জন পালকে মনোনীত করা হয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন চিত্রভানু ভৌমিক, সঞ্জীব দেব লস্কর, কনক পাল, তপনচন্দ্র দেব, ভবতোষ চক্রবর্তী, বিজিত কুমার সিংহ, মধুমিতা দেব, শ্যামদেও কুর্মী, কল্পার্ণব গুপ্ত, হিল্লোল ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, রাহুল দাশগুপ্ত, এম শান্তি কুমার সিংহ, প্রশান্ত ভট্টাচার্য,এম এম হানিফ লস্কর, পাপিয়া সিকদার প্রমুখ।
আগামী ২৩ জানুয়ারি ১২৫ -তম জন্মদিবস পালন উপলক্ষে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা আয়োজন করার সিদ্ধান্ত সভায় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। এছাড়াও সমিতির উদ্যোগে আগামী এক বছর জেলার বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রী সহ জনসাধারণের মধ্যে নেতাজির চিন্তা, চেতনাকে ছড়িয়ে দিতে ব্যাপক কার্যসূচি গ্রহণ করা হয়।