Barak UpdatesHappeningsCultureBreaking NewsFeature Story

নৃত্যনাট্যে শিলচরের তিন শিল্পীর কবিপ্রণামই ছড়িয়ে পড়ছে করোনা রোধের বার্তা হয়ে

১১ মেঃ করোনা রোধের বার্তা ছড়াতে রবীন্দ্রনাথেরই শরণ নিলেন শিলচরের ড্যান্সার সার্কল। অন্যভাবে বললে, এই সময়ে কবিপ্রণাম জানাতে গিয়ে করোনা রোধের বার্তা প্রচারেই গুরুত্ব দিলেন তাঁরা। তৈরি করলেন রবীন্দ্র নৃত্যনাট্য ‘ভয়কে জয়’। নৃত্য সংস্থাটির প্রধান কর্মকর্তা, এই অঞ্চলের বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিত্রশঙ্কর চৌধুরী এর পরিকল্পনা ও নির্দেশনায়। তাঁর সহশিল্পীরা হলেন শম্পা বণিক ও দেবশ্রী দেব।

Rananuj

রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘সঙ্কোচের বিহ্বলতা নিজেরি অপমান’ অবলন্বনে এই নৃত্যনাট্যে তাঁরা অত্যন্ত সুন্দরভাবে করোনার সংক্রমণ ঠেকাতে মা্স্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায়, শরীরচর্চার পরামর্শ দেন।  লকডাউনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও মঞ্চ বা সেট পরিকল্পনা, কস্টিউম, ছবি ও শব্দধারণ কোথাও কোনও আপস করেননি সৌমিত্রশঙ্কর ওরফ জয় চৌধুরী।

করোনা থেকে নিজেদের দূরে রাখতে সরকারি-বেসরকারি স্তরে  নানা প্রচার চললেও মানুষের মধ্যে পুরোমাত্রায় সচেতনতা গড়ে তোলা যায়নি, তিন মিনিটের এই নৃত্যনাট্যের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো যেতে পারে বলেই মনে করছেন নির্দেশক সৌমিত্রবাবু। তিনি জানান, বাংলার পাশাপাশি অসমিয়া ভাষাতেও নৃত্যনাট্যটি তৈরি করা হয়েছে।

বিভিন্ন সামাজিক মাধ্যমে করোনা বিষয়ক বহু গান, কবিতা রচনা হলেও, অনেকের অভিমত, নৃত্যনাট্য তৈরির সম্ভবত এটিই প্রথম প্রয়াস। হাইলাকান্দি জেলা প্রশাসনের ফেসবুক পেজেও এই নৃত্যনাট্য গৃহীত হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker